বাগেরহাটের শরণখোলায় গৃহবধুর লাশ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতাল থেকে পুলিশ এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধু মহিমা বেগম (২৫) উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী ইসরাফিল হাওলাদারের স্ত্রী। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, বুধবার ভোরে উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের রুহুল পহলানের পুত্রবধূ মহিমা বেগমকে স্বজনরা বাড়ীর পুকুর থেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের শশুর রুহুল পহলান বলেন, মহিমা বেগম ভোর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে পুকুরে পড়ে যেতে পারে। নিহত মহিমার মাতা মিনারা বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, শশুর ও শাশুড়ী নির্যাতন করে তার কণ্যাকে মেরে ফেলেছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন বলেন, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে মহিমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ বুধবার দুপুরে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।