বাগেরহাটের শরণখোলায় ফাঁকা বিলের মধ্যে এক মৎস্যজীবীর রহস্যজনক মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে ফুলমিয়া হাওলাদার (৬০) নামে এক মৎস্যজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বিলের মধ্যে একটি ঘরে তাকে মৃত অবস্থায় পান তার স্বজনরা।
নিহতের ভাইয়ের ছেলে জাহিদুল ইসলাম জানান, চাচা ফুলমিয়া হাওলাদার সারা বছরই খালে বুচনা জাল ও চাই পেতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বিলের মধ্যে ছোট কুড়ে ঘর তুলে রাতে সেখানে থাকেন। খালে প্রতিদিন বুচনা ও চাই পাতেন।
সকালে তুলে মাছ সংগ্রহ করে বিক্রি করেন। সোমবার (২ অক্টোবর) রাতে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বিলের কুড়ে ঘরে যান। (মঙ্গলবার) সকাল ৯টার দিকে খলিল হাওলাদার নামে তার এক চাচাতো ভাই বিলে ঘাস কাটতে গিয়ে দেখেন ফুলমিয়া কুড়ে ঘরে শুয়ে আছেন। এ সময় ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে কাছে গিয়ে শরীরে হাত দিয়ে দেখেন তিনি মারা গেছেন। ঘটনাটি বাড়িতে বলার পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবার।
পরে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ দুপুরে ওই বাড়ি থেকে ফুলমিয়ার লাশ উদ্ধার করে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। যেহেতু ফাঁকা বিলের মধ্যে তার মৃত্যু হয়েছে, কিছুটা সন্দেহ সৃষ্টি হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন