বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে দুলাল(২২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃতু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ আগষ্ট সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের লালমিয়া সরদারের পূত্র মোঃ দুলাল সরদার নিজ জমিতে সেচ দেওয়ার জন্য বড় ভাই মানিকের ঘর থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে মাত্র পাঁচশত গজ দুরে মটারের লাইনের সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ ওই মেশিন চালু করলে বিদ্যুতায়িত হয়ে পড়ে দুলাল। কিছু দুরে তার বাবা লাল মিয়ার বিষয়টি নজরে আসলে চিৎকার করে লোকজনকে খবর দেয়। পরে তারা উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তার বড় ভাই বারেক সরদার বলেন বিদ্যুৎ লাইনের সংযোগ মটারের সাথে দিতে গিয়ে সে ভুলে আর্থিং এর লাইনে দিয়ে ফেলায় এ দূর্ঘটনা ঘটেছে। শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন