বাগেরহাটের শরণখোলায় মাছের ঘেরে পেলো ১৫ ফুট লম্বা অজগর
বাগেরহাটের শরণখোলায় ১০ ফুট লম্বা,এবং ওজন প্রায় ১৫ কেজি একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার কদমতলা গ্রামের হারুন খলিফার মাছের ঘের থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
পরে তারা ভি টি আর টি টিমকে খবর দিলে ওয়াইল্ড টিমের আলম হাওলাদারের সহযোগীতায় সাপটিকে উদ্ধার করে। শরণখোলা ষ্টেশন কর্মকর্তার উপস্থিতিতে শরনখোলা স্টেশন এলাকার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
খাদ্যের সন্ধানে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া বিভিন্ন গ্রাম থেকে গত ১ বছরে শতাধিক অজগর উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে তা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন