বাগেরহাটের শরণখোলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন বিএনপি নেতা কাজী শিপন

বাগেরহাটের শরণখোলায় শনিবার সকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগেরহাট জেলা কমিটির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার,মোরেলগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শহীদুল হক বাবুল,মোরেলগঞ্জ পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম,বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক লুৎফর রহমান তালুকদার, প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া বিএসসি, শিক্ষক শামিম হোসেন ও শিক্ষক বদিউজ্জামান বাদল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন, বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

একই দিন বিকেলে শরণখোলা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা কৃষক দলের বর্দ্ধিত সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের শরণখোলা উপজেলা আহবায়ক নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন।