বাগেরহাটের শরণখোলায় জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে তালুকদার সুমন বেসরকারিভাবে নির্বাচিত
বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড শরণখোলা থেকে বেসরকারীভাবে তালুকদার হুমায়ুন করিম সুমন নির্বাচিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী বেলা আড়াইটার দিকে এ ফলাফল ঘোষনা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৫৩ জন ভোটার ও দুজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হুমায়ুন করিম সুমন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আমাল উদ্দিনের জামাতা আজিজুল ইসলাম সবুজ।
সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার ৫৩ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রদান করেন। ভোট গ্রহণের ফলাফলে হুমায়ুন করিম সুমন ৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম সবুজ পেয়েছেন ২০ ভোট।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, ইভিএমে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন