বাগেরহাটের শরণখোলায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম

দলিলপত্র সহ নথি সংরক্ষনের জন্য নিরাপদ কোন কক্ষ না থাকায় রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হবার পাশাপাশি ঝুকিপূর্ণ ভবনে চলছে বাগেরহাটের শরণখোলা সাব-রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম। সম্প্রতি রেজিষ্ট্রেশন কার্যক্রম চলাকালীন সময়ে ছাদের বিশাল একটি পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য রক্ষা পান সাব-রেজিষ্টার মো. আবু রায়হান সহ জমির দলিল রেজিষ্ট্রি করতে আসা সেবা গ্রহীতারা। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা ও স্থায়ী কোন ভবনে রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম না হওয়া পর্যন্ত ভাড়াকৃত ভবনে হলেও অফিসটি স্থানান্তরের দাবী জানিয়েছেন দলিল লেখক সহ সেবা গ্রহীতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, শরণখোলা সাব-রেজিষ্ট্রি অফিস হিসেবে ব্যবহৃত ভবনটি আশির দশকে তৎকালীন এরশাদ সরকারের আমলে উপজেলা আদালত ভবন হিসেবে নির্মিত হয়। পরে ১৯৯২ সালে উপজেলা ভিত্তিক আদালতের কার্য্যক্রম বন্ধ হলে ওই ভবনের পাঁচটি কক্ষ সাব-রেজিষ্ট্রি অফিস হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ভবন নির্মানের চার দশকেও উল্লেখযোগ্য কোন সংস্কার কাজ না হওয়ায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালের ফাঁটলে জন্ম নিয়েছে বটগাছ সহ বিভিন্ন প্রজাতির আগাছা। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে রডগুলো দৃশ্যমান। সামান্য ৫/১০ মিনিট বৃষ্টি হলেই ছাদ চুইয়ে এজলাস, অফিস কক্ষ ও রেকর্ড রুমে পানি পড়তে শুরু করে। যে কারনে রেকর্ড রুমের গুরুত্বপূর্ন নথি সংরক্ষনে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এ ব্যাপারে শরণখোলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল আহমেদ রুমী বলেন, রেজিষ্ট্রি অফিস ভবনের অবস্থা খুবই নাজুক। যেকান মুহুর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে। তাই ব্যাংক সংলগ্ন এলাকায় রেজিষ্ট্রি অফিস স্থানান্তর করতে পারলে জনগনের ভোগান্তি কমবে। আগামী বর্ষা মৌসুমের আগেই অফিসটি অন্যত্র স্থানান্তর করার দাবী জানান।

সাব-রেজিষ্ট্রার মো. আবু রায়হান জানান, ভবনটি ঝুঁকিপূর্ন হওয়ায় যেকোন মুহুর্তে সমস্যা হতে পারে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে বিভিন্ন উপজেলায় সাব-রেজিষ্ট্রি অফিসের নতুন ভবন বরাদ্ধ হয়েছে। আশা করি শরণখোলাতেও আলাদা অফিস নির্মাণ হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী বলেন, অনেক বছরের পুরোনো ভবনে রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম চলছে। ভবনটি ঝুকিপূর্ণের বিষয়টি নজরে এসেছে। সাব-রেজিষ্ট্রারের সাথে আলোচনা সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হবে।