বাগেরহাটের শরণখোলায় তক্ষকসহ একজন গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ একজনকে আটক করেছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজৈর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, তক্ষক আছে এমন গোপন সংবাদে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফরেস্টার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষক বুধবার দুপুরে উপজেলার রাজৈর গ্রামের মোঃ আবু হানিফ হাওলাদারের বাড়িতে অভিযান চালায়।

এসময় একটি বিরল প্রজাতির তক্ষকসহ তার পূত্র সাইফুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানায় তক্ষকটি সুন্দরবন থেকে অবৈধভাবে ধরে আনা হয়েছে এবং এটি কয়েক লাখ টাকা বাজার মূল্যে বিক্রি হয় বলে তিনি বনবিভাগকে জানায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শামসুল আরিফিন জানান, তক্ষক উদ্ধারের ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।