বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর শীতবস্ত্র উপহার পেলেন ৩০০ জন
শুক্রবার (৬ জানুয়ারী) বাগেরহাটের শরণখোলার ৩নং রায়েন্দা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩নং রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাংবাদিক, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
৩নং রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র আমার ইউনিয়নের দরিদ্রদের মাঝে পৌছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি ইউনিয়নের সব চেয়ে অসহায় ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের মাঝে বিতরণ করছি। এই উপহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে পাঠিয়েছেন। আমরা আপনাদের কাছে তা পৌঁছে দিচ্ছি। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এসময় অসহায় শীতার্ত ব্যক্তিরা বলেন, এই শীতে আমাদের মতো নিঃস্ব লোকদের চলতে ফিরতে অনেক সমস্যা হয়। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের অনেক উপকার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াকরি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন