বাগেরহাটের শরণখোলায় বি,আর,ডিবি নির্বাচন অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/sharonkhola-picture-2-04.03.2023-467x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাগেরহাটের শরণখোলা উপজেলা কেন্দ্রিয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচনে মো. জিয়াউল হাচান তেনজিন সভাপতি ও মো. মিজানুর রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহন শেষে এই ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা আব্দুল হালিম।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম জানান, বিআরডিবির নির্বাচনে সভাপতি পদে দুই জন এবং সহসভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৭৫ জন ভোটারই গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
জিয়াউল হাচান তেনজিন ‘চেয়ার’ প্রতীকে ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল হোসেন নান্টু ‘আম’ প্রতীকে ১৯ ভোট পেয়েছেন। অপরদিকে ‘আনাসর’ প্রতীকে ৫২ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হেমায়েত উদ্দিন আকন ‘বই’ প্রতীকে পেয়েছেন ২২ ভোট। সভাপতি পদে ৩টি ও সহসভাপতি পদে ১টি ভোট বাতিল ঘোষনা করা হয়।
ফলাফল ঘোষনাকালে বিআরডিবির বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগেন সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি প্রমূখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন