বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/Saronkhola-Picture-3-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ টি দোকান পূড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শরণখোলা ও মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত এবং মুহূর্তেই পাশ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্থরা জানায়, এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
শরণখোলা ফায়ার সার্ভিস এর ইনচার্জ শেখ ফিরোজ আলী জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌছাই। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে অন্যান্য দোকানগুলোকে ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন