বাগেরহাটের শরণখোলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদের পাড় থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার গাবতলা বাজার সুইসগেট এলাকার ক্ষুদ্র ব্যাবসায়ী দেলোয়ার হোসেনের সবজি ক্ষেতের বেড়ার জালে আটকা পড়েছিল অজগরটি। ওয়াইল্ড টিমের সদস্যরা বনবিভাগের সহায়তায় সাপটি সুন্দরবনে অবমুক্ত করেন।
ওয়াইল্ড টিমের সদস্য মো. সোলায়মান হোসেন জানান, খবর পেয়ে দেলোয়ার হোসেনের সবজি ক্ষেতের বেড়ার জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়। সাপটি এমনভাবে জালে জড়িয়েছিল, তা থেকে ছুঁটে যাওয়ার কোনো উপায় ছিল না। পর সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান, দেলোয়ারের বারি বলেশ্বর নদের পারে বেড়িবাঁধের বাইরে এবং সুন্দরবন থেকে খুব কাছে। হয়তো অজরটি সুন্দরবন থেকে বলেশ্বর নদ সাঁতরে ওই বাড়িতে উঠে এসেছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাদিক মাহমুদ জানান, অজগরটি ওয়াইল্ড টিমের সদস্যরা উদ্ধার করেছে। ১০ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের সাপটি বিকেল ৩টার দিকে বনরক্ষিরা স্টেশনসংলগ্ন বনে অবমুক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন