বাগেরহাটের শরনখোলায় সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মোজাম্মেল হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_7110-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ আওয়ামীলীগ বাগেরহাট জেলার সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মোজাম্মেল হোসেন এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকাল ৪ টায় উপজলো আওয়ামীলীগের আয়োজনে শহিদ মিনার চত্বরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ খালেক খাঁনের সভাপত্বিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজলো পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ আকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, উপজলো ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ।
বক্তারা ডাঃ মোজাম্মেল হোসেনের রাজনৈতিক ও র্কমময় জীবনরে স্মৃতিচারণ করনে। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজলো আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেত্রীবৃন্দ।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন