বাগেরহাটের সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় জেলে আটক
একশত দিনের নিষেধাজ্ঞার মধ্যে বন রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৮ কেজি বিষযুক্ত চিংড়ি সহ এক জেলেকে আটক করেছে বনবিভাগ। ২৩ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে পূর্ব সুন্দবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প সংলগ্ন রায়বাঘিনী খাল এলাকা থেকে একটি ডিঙ্গি নৌকা সহ তাকে আটক করা হয়।
শরণখোলা ষ্টেশণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ভোলা ক্যাম্প সংলগ্ন রায়বাঘিনী খাল এলাকায় বিষ দিয়ে মাছ ধরছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে ভোলা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মো. আমানুল কাদির এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন মধ্য সোনাতলা গ্রামের আঃ রশিদ তালুকদারের পূত্র মোঃ রাসেল (২৮) কে আটক করা হয়। এসময় নৌকা তল্লাশী করে এক বোতল রিপকর্ড বিষ ও আট কেজি চিংড়িমাছ জব্দ করে। আটকৃত রাসেল এর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন