বাগেরহাটে কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগীতা
বাগেরহাটে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থার উপর রচনা প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট সদরের বেশরগাতী বায়তুল লতিফ জামে মসজিদের উদ্যোগে মসজিদ চত্বরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
বেশরগাতী বায়তুল লতিফ জামে মসজিদ কমিটির সভাপতি কবির হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মাবুদসহ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগন বক্তব্য রাখেন।
কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থার উপর রচনা প্রতিযোগীতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন