বাগেরহাটে গাজাসহ মাদক কারবারি আটক
বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাজাসহ কবির হাওলাদার (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলামের মুদি দোকানে পাশ থেকে ওই কারবারিকে আটক করা হয়।
এসময় তার কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাজা উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৫ পঁচাশি হাজার টাকা।
আটক মাদক কারবারি কবির হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের জেহের আলী হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ মাদক কারবারি কবির হাওলাদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন