বাঘকে টাকা খাওয়াতে গিয়ে খোয়া গেল আঙুল!
বাঘ বাঘই হয়, সে সার্কাসের প্রশিক্ষণপ্রাপ্তই হোক বা জঙ্গলের। তবে সেটা বোধহয় বুঝতে পারেননি এক চীনা ব্যক্তি।
সার্কাসের বাঘকে খাঁচার মধ্যে দেখে উত্তেজিত হয়ে টাকা খাওয়াতে গিয়েছিলেন ওই ব্যক্তি। তার ফলে তাকে খোয়াতে হলো হাতের দুটো আঙুল। ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের ঝিংজিগুয়ানে।
বাই নামের ৬৫ বছর বয়সী সেই ব্যক্তি একটি খাঁচার কাছে এগিয়ে যান। সেখানে বন্দি ছিল বাঘ-সিংহ। খাঁচার কাছে গিয়ে তাদের টাকার বান্ডেল খাওয়াতে যান বাই। সেই খাওয়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, সিংহটি টাকাটা খেয়ে নিলেও, বাঘ কামড় বসায় বাইয়ের ডান হাতের আঙুলে। ঘটনার সঙ্গে সঙ্গে জখম ব্যক্তিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সার্কাসকর্মীরা।
ওই বাঘকে লোহার রড দিয়ে মারা হয়। কিন্তু ততক্ষণে তার আঙুল খোয়া যায়।
ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান আহত ব্যক্তি। তার হাতের দুটি আঙুল খোয়া গেছে এই হামলায়। সম্পূর্ণ খোয়া গেছে মধ্যমা, অর্ধেক চলে গেছে অনামিকা, জানিয়েছেন আহত ব্যক্তির নাতনি। জখম ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল। এই কাণ্ডটি ঘটানোর আগে মদ্পান করেছিলেন বাই বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন