বাঘের সাহায্যে রাস্তায় নগ্ন হয়ে দৌড়াল শতাধিক মানুষ!
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বিপদে রয়েছে প্রাণিকূল। এর মধ্যে বাঘের অবস্থা খুবই নাজুক।
তাই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই নগ্ন হয়ে বডি পেন্টিং করে রাস্তায় নামল শতাধিক মানুষ। গায়ে আঁকা বাঘের হলুদ-কালো ডোরা দাগ। এভাবেই বাঘকে বাঁচানোর বার্তা দিলেন লন্ডনের বহু মানুষ।
প্রত্যেক বছরেই বহু মানুষ এই অ্যানুয়াল ন্যাকেড রানে যোগ দেন। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। এবছর ৪০,০০০ ইউরো জোগাড় করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এত পরিমাণ অর্থ দেওয়া হয়েছে ‘লন্ডন জু’ কর্তৃপক্ষের হাতে। এই দৌড় হওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানা।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন