বাঘ শিকারে নেমেছি, হরিণ আর ছাগল নিয়ে আগ্রহ নেই: মিশা সওদাগর
‘আমি বাঘ শিকার করতে নেমেছি, হরিণ আর ছাগল নিয়ে এখন আমার কোনো আগ্রহ নেই।’ আজ মঙ্গলবার দুপুরে এভাবেই চলচ্চিত্রের বর্তমান অবস্থায় নিজের অবস্থান নিয়ে বললেন মিশা সওদাগর, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি।
চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতি কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এমন সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, ‘আমরা এখন চলচ্চিত্রে যৌথ প্রযোজনার নামে যে যৌথ প্রতারণা হচ্ছে, তা নিয়ে আন্দোলন করছি।
এর একটা ফলাফল আমরা বের করব। এ পরিস্থিতিতে কে কী বলছে, সব আমরা শুনছি, মনে রাখছি, সময় মতো অবশ্যই জবাব দেওয়া হবে।’
আর চলচ্চিত্র শিল্পী সমিতি ও বরেণ্য চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান যে মন্তব্য করেছেন, এ ব্যাপারে মিশা সওদাগর বলেন, ‘সম্মিলিত ভাবে আমরা অনেক বড় একটা আন্দোলন করছি। এই আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো সিদ্ধান্ত আমরা এ মুহুর্তে নেব না। তাতে আন্দোলনের কাঙ্খিত ফলাফল অর্জিত না হওয়ার সম্ভাবনা বেশি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই তাদের ব্যক্তিগত অভিমত দিচ্ছেন। কিন্তু যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, তখন অবশ্যই তা আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।’
গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতি আর চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন।
চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে। তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়।’
আগেই জানানো হয়, শাকিব খানের এ মন্তব্যের পর চলচ্চিত্রে তাকে নিষিদ্ধ করার ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে।-চ্যানেল আই
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন