বাজারে চলে এল সোনার কমোড!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/golden-toilet.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিলাসিতার বোধহয় একেই বলে। শৌচাগারকে বিলাসবহুলভাবে সাজিয়ে তুলতে চান যারা, বাজারে তাদের জন্য চলে এল সোনার কমোড।
দাম পরবে মাত্র ৬৫ লক্ষ টাকা।
কমোডটি তৈরি করেছেন লস অ্যাঞ্জেলসের এক শিল্পী। তার নাম ইলমা গোর। তিনমাসের চেষ্টায় তিনি তৈরি করেছেন এই কমোড। তবে গোটা কমোডটি সোনার তৈরি নয়। কমোডের ওপরে সোনার পাত দেওয়া আছে। সেই পাত এমন ভাবেই লাগানো হয়েছে যে, দেখে কোনও মতেই বিষয়টি বোঝার উপায় নেই।
গোর জানিয়েছেন, ‘সোনার তৈরি হলেও এই কমোড ব্যবহারের নিয়ম অন্য কমোডের ব্যবহারের মতোই। কোনও নতুন অভ্যাস তৈরি করতে হবে না।
ইতিমধ্যেই চারজন ধনকুবের এই কমোড কিনতে চেয়ে উৎসাহ প্রকাশ করেছেন। তাদের প্রত্যেককেই বানিয়ে দেওয়া হবে। ’
ইলমার কথায়, ‘সোনার প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। আমি সেটাই কাজে লাগানো চেষ্টা করেছি মাত্র। ’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন