বাড্ডায় শিশুকে ধর্ষণের পর হত্যায় গ্রেফতার ১

রাজধানীর বাড্ডায় তানহা নামের পৌনে চার বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি ডিএমপি নিশ্চিত করে।
ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এসএমএস বার্তায় আরও বলা হয়, এ নিয়ে দুপুর বারোটায় প্রেস ব্রিফিং করা হবে।
রোববার বিকালে বাড্ডার আদর্শনগরের ৪ নম্বর সড়কের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে। পাশবিক নির্যাতনের পর শিশুটিকে পাশের বাড়ির বাথরুমে ফেলে রাখা হয়।
খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু তানহার বাবা মেহেদী হাসান প্রাইভেটকার চালক। মা সুলতানা বেগম গৃহিণী। তারা একমাত্র মেয়ে তানহাকে নিয়েমধ্যবাড্ডার আদর্শনগর এলাকার মিনহাজ মিয়ার বাড়িতে থাকেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















