বাপা, কিশোরগঞ্জ কর্তৃক পথসভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন

“বাঁচলে পরিবেশ, বাঁচবো আমরা—বাঁচবে আমাদের আগামী প্রজন্ম” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
(২৩ আগস্ট) ২০২৫ ইং রোজ শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন পরম চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, কিশোরগঞ্জের শহরের মূল সমস্যা হলো তীব্র যানজট, যত্রতত্র ময়লা আবর্জনার দুর্গন্ধ, জলাবদ্ধতা, শব্দদূষণ, মশার উপদ্রব, এবং নরসুন্দা নদীর দখল, দূষণ।
কর্তৃপক্ষের চরম উদাসীনতা কে দায়ী করে তিনি বলেন বারবার স্মারকলিপি দেওয়ার পরেও বিভিন্ন অযুহাতে কর্তৃপক্ষ সমস্যাগুলো কে এড়িয়ে যান। নরসুন্দা নদীর উৎসমুখে কাওনার বাঁধ খুলে দেওয়া ও নদীকে পুনঃখনন করে এর নাব্যতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ এবং নরসুন্দা নদীর খনন প্রকল্পের সীমাহীন দূর্নীতির সঠিক তদন্ত করে, অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানান।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা সভাপতি এডভোকেট হামিদা বেগম, সহ-সভাপতি শফিক কবির, বাপার কার্যকরী সদস্য মোঃ ফারুকউজ্জামান, রুহুল আমিন, যুগ্ন সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান মিজু, প্রফেসর জাকিন হোসেন লিয়াকত আলী, মোহাম্মদ কাউসার (ডিজিল্যাব কিশোরগঞ্জ), ওমর সিদ্দিক, ইমতিয়াজ, বাপার কার্যকরী সদস্য কামরুন্নাহার, আঃ রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার আন্দোলন। প্রতিটি পরিবারে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমেই পরিবেশকে সুরক্ষিত রাখা সম্ভব।
এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নরসুন্দা নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপার কোষাধ্যক্ষ জনাব লুৎফুল কবীর।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন