বাপের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো গৃহবধূর

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে খাবার কিনে স্বামীর সাথে বাপের বাড়ি ফিরছিলেন ফারহানা খাতুন (১৮)।
শুক্রবার সন্ধ্যায় স্বামীর সাথে পারুলিয়া বাজার থেকে খাবার কিনে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন তারা। এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটিতে মালমাল ভর্তি ট্রাকে চাপা দিলে সেখানে প্রাণ যায় ওই নারীর।
নিহত গৃহবধু উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী ও পারুলিয়া গাজিবাড়ি এলাকার মোশারফ হোসেনের মেয়ে।
গৃহবধুর স্বামী খালিদ হাসান বলেন, গত ২ মাস আগে তারা বিবাহ করেছেন। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পারুলিয়াস্থ কামালের ‘স’ মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে সাতক্ষীরা অভিমুখে যাওয়া একটি ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কাদেয়। তারা রাস্তার উপরে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় তার স্ত্রী পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এদিকে ঘাতক ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে আটক করা সম্ভব হয়নি।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন