বাবলা-সালাহ উদ্দিনের মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৮
ঢাকা-৪ আসনের মহাজোট প্রার্থী আবু হোসেন বাবলা ও জাতীয় ঐক্যজোট প্রার্থী সালাহ উদ্দিনের আহমদের কর্মী-সমর্থকদের মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৭-৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্বাচনী প্রচারণার জন্য কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন। তার কিছুক্ষণ পর মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলার কর্মী-সমর্থকরাও একটি মিছিল বের করে।
মিছিল দুটি এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর জোনের সহকারী কমিশনার (এসি) ফয়সাল মাহমুদ এ বিষয়ে বলেন, মিছিলটি শুরুর সময়ই নিরাপত্তার স্বার্থে আমরা উভয় দলের লোকজনকে প্রথমে বাধা দেই। কিন্তু তারা আমাদের কথা শুনেননি। এক পর্যায়ে উভয়ের দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঘটনাস্থল থেকে প্রাথমিকভবে ৭-৮ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন