বাবা উইকেট নিচ্ছেন মাঠে; গ্যালারিতে মা-মেয়ের উল্লাস-নৃত্য
কলকাতার ইডেন গার্ডেনে ভারত-শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টের পঞ্চম দিন। ম্যাড়ম্যাড়ে ড্র হওয়া ম্যাচে হঠাতই উত্তেজনা ছড়িয়ে পড়ল।
জয়ের পাল্লাটা ভারতের দিকে হেলে পড়ল ভালোভাবেই। গ্যালারিতে তখন তুমুল উত্তেজনা। মাঠে বোলিং করছেন পেস তারকা মোহাম্মদ শামি। গ্যালারিতে মেয়ে বোবোকে নিয়ে উত্তেজনায় লাফাচ্ছেন শামির জীবনসঙ্গী হাসিন। কলকাতার একটি পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে সেই মুহূর্তের কিছু চিত্র।
এদিন দুপুরে মেয়ে ও পারিবারিক বন্ধুদের নিয়ে ইডেনে এসেই কর্পোরেট বক্সে গিয়েছিলেন মোহাম্মদ শামির স্ত্রী হাসিন। তার কিছু আগেই শামির বলে ফিরে গিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে। মাঠে শ্রীলঙ্কার একটা করে উইকেট পড়ছিল আর হাসিন লাফাচ্ছিলেন উত্তেজনায়। মায়ের সঙ্গে সঙ্গে ‘ড্যাডি, ড্যাডি’ বলে হাত ছুড়ছিল শামির ২ বছরের মেয়ে বেবো।
হাসিন বলছিলেন, ‘কর্পোরেট বক্সে বেবোকে জিজ্ঞাসা করলাম তোর ড্যাডি কোথায়? ও সঙ্গে সঙ্গে বলল, ওই তো বল করছে। তার পর ভুবনেশ্বর বল করতে আসতেই বলল, এ বার ভুবি আঙ্কেল এসেছে। আঙ্কেলও আউট করবে। তারপর ওইটুকু পিচ্চি নাকি গাইতে শুরু করে দিল ‘চন্দা হে তু, মেরা সুরজ হ্যায় তু’…!’
উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার ফিরিয়ে দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাহিড়ু থিরিমান্নেকে। আরও নাচ-লাফালাফি বাড়ল মা-মেয়ের। যা দেখছিলেন বক্সের আশপাশের দর্শকরা। এরপরই শামির সঙ্গে শ্রীলঙ্কার উইকেটকিপার নিরোশান ডিকাভেলার উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
এই পরিস্থিতি দেখে শামির স্ত্রী হাসিন বলেন, ‘দেশের হয়ে খেলতে নামলে শামির ইনভলভমেন্ট খুব বেড়ে যায়। তখন দেশকে জেতাতে মরিয়া হয়ে ওঠে। তখন আর কোনো কিছুই মাথায় থাকে না। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সময় নষ্ট করছে বলে মেজাজ খারাপ হয়ে গেছে ওর!’
এর পরেই শামির বলে বোল্ড শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্ডিমাল। ফের লাফ-ঝাঁপ শুরু হাসিন ও বেবোর। ম্যাচ শেষে ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করছিলেন হাসিন। তার মেয়ে তখন ভারতীয় ড্রেসিংরুমে ক্রিকেটারদের কোলে কোলে ঘুরছে। কিছুক্ষণ পরেই মেয়েকে কোলে নিয়ে স্ত্রীর পাশে এসে দাঁড়ালেন শামি। হাসিন শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘কনগ্র্যাটস। দুর্দান্ত করেছ!’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন