বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুহিত
বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিত।
রোববার (০১ মে) বিকেল ৩টায় নগরের রায়নগর পূর্ব পুরুষের বাড়িতে (ডেপুটি বাড়ি) নেওয়া হয়।
সেখানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের লোকজনসহ, প্রশাসন, আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সোয়া ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়।
এর আগে লোকারণ্য হয়ে ওঠে নগরের আলিয়া মাদ্রাসা মাঠ। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ আপামর জনতা জানাজায় অংশ নেন।
দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন