বারী সিদ্দিকীর মৃত্যুর গুজব
সংগীতশিল্পী বারী সিদ্দিকী মারা গেছেন এমন গুজব রটেছে আজ। রোববার সন্ধ্যায় এ তথ্য ছড়ায়। কিন্তু এটিকে পুরোটাই গুজব ও ভিত্তিহীন বললেন গুণী এ গায়কের ছেলে সাব্বির সিদ্দিকী।
সন্ধ্যা ৭টার সময় সাব্বির সিদ্দিকী বলেন, ‘বাবা আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তিনি মারা যাননি। কিন্তু এর মধ্যেই তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। এ গুজবে কাউকে কান না দেয়ার জন্য অনুরোধ করছি।’
তিনি বলেন, সন্ধ্যা ৬টার পর একটি বেসরকারি টেলিভিশনের স্ক্রলে দেয়া হয় বারী সিদ্দিকী মারা গেছেন। এটি পুরোটাই মিথ্যা। যারা গুজব ছড়াচ্ছেন তাদেরকে বলছি, আমার বাবার জন্য দোয়া করেন যেন তার অবস্থার উন্নতি হয়।
গেল শুক্রবার রাতে বারী সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়, তখন তিনি অচেতন ছিলেন। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, তার দুটি কিডনি অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, ‘বছর দুয়েক যাবৎ বাবা কিডনির সমস্যায় ভুগছেন। গত বছর থেকে সপ্তাহে তিনদিন কিডনির ডায়ালাইসিস করছেন তিনি।’
সাব্বির সিদ্দিকী জানান, ‘বারী সিদ্দিকীর অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। চিকিৎসকরা কোনো আশার কথা বলতে পারছেন না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন