বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাট জেলা পর্যায়ে ”ম্যাস মিডিয়া ক্যাম্পিং” এর উদ্বোধন

বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি , কিশোরীদের ক্ষমতায়ন এবং তাদের স্বপ্ন পূরণে সহায়ক পরিবেশ তৈরি পাশাপাশি পরিবার ও সম্প্রদায়কে কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্য সংরক্ষণে উৎসাহিত করার লক্ষে লালমনিরহাট জেলা পর্যায়ে ”ম্যাস মিডিয়া ক্যাম্পিং” এর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক।

রবিবার (২২ ডিসেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশ-এর মাধ্যমে বাস্তবায়িত “জননী প্রকল্প” এই আয়োজনের সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক, এইচ এম রকিব হায়দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাটের সিভিল সার্জন, ডা.নির্মলন্দু রায়, জননী প্রকল্প পরিচালক ডাঃ উজ্জ্বল কুমার রায়, বিভিন্ন উপজেলার নির্বাহী প্রশাসক, শিক্ষক, সাংবাদিক, কিশোর ক্লাবের প্রতিনিধি প্রমুখ।