বাসর রাতে স্বামীকে অচেতন করে পালালো নতুন বউ
ঝিনাইদহে বিয়ের প্রথম রাতেই স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে টাকা-স্বর্ণালঙ্কারসহ পালিয়ে গেল নতুন বউ। পালিয়ে যাওয়া নতুন বউয়ের নাম উমাইয়া আক্তার লিথি। সে চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ার গোলাম মোস্তফা লালা’র মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ জুন লিথির সাথে বিয়ে হয় ঝিনাইদহ শহরের এক যুবকের। সেদিন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় লিথির বোনের বাড়িতে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ওঠে যুবক এবং সেখানে বাসর রাতে স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ফেলে লিথি।
স্বামীর পরিবারের অভিযোগ, রাত ২টা ৪৫ মিনিটে লিথি ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও বিয়েতে প্রাপ্ত যাবতীয় দামি পোষাক-শাড়ি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। যা বাড়িতে থাকা সিসি টিভি ক্যামেরায় ধরা পরে। পালিয়ে যাওয়ার সময় নববধু খালি পায়ে ছিল বলে ভিডিওতে দেখা যায়।
অভিযোগে আরও জানা যায়, পালিয়ে যাওয়ার আগে সাগর নামের আরেক যুবকের সাথে সে রাতেই মোবাইল ফোনে যোগাযোগ করে দেখা করে লিথি।
ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে ছেলের বাবা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন