বাড়তি নিরাপত্তার চাদরে ঢাকা কানাডার মসজিদ!
নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় ৪৯ জন নিহত হওয়ার পর কানাডায় সব মসজিদে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি মসজিদে পুলিশি টহল অব্যাহত রাখা হয়েছে।
নিউজিল্যান্ডে হামলার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনার নিন্দা জানান। তিনি এ ঘটনাকে আতঙ্কজনক বলে উল্লেখ করেন। খবর এএফপি
শুক্রবার দুটি মসজিদে হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানানো হয়।
এ ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো টুইট করেন। এতে তিনি বলেন,
নামাজের সময় মানুষকে হামলা করা একেবারে আতঙ্কজনক। নিউজিল্যান্ডে হামলার ঘটনায় কানাডা তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, নিউজিল্যান্ডের ঘটনায় আমরা দুঃখের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
এ ঘটনায় কানাডা পার্লামেন্টে তার দেশের পতাকা অর্ধনমিত করে।
কানাডার দুটি মেট্রোপলিটন এলাকায় অন্তত ১০০ মসজিদ রয়েছে। দেশটিতে একটি বৃহৎ মুসলিম অংশ রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন