বাড়ি ফিরতে রেল, সড়ক ও নৌপথে যাত্রীদের ভিড়
ঈদুল আজহার ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ভোর থেকেই রেল, সড়ক ও নৌপথে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ভিড় ঠেলে ট্রেনে উঠছেন ঘরমুখো মানুষ। প্রতিটি ট্রেনেই গাদাগাদি করে উঠছে যাত্রীরা। এরপরও আনন্দ তাদের চোখে মুখে।
একই চিত্র বাস টার্মিনালেও।
রাজধানীর সদরঘাট ও চাঁদপুর লঞ্চ ঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে প্রতিটি লঞ্চ। গতকাল ৮৮টি লঞ্চ ছেড়ে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন