বাড়ি বাড়ি গিয়ে ফিজিওথেরাপি দিচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন
বাড়ি বাড়ি গিয়ে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফিজিওথেরাপি দেওয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার সকালে নগর ভবন মিলনায়তনে ‘ফিজিওথেরাপি সেবা ও প্রশিক্ষণ প্রদান কার্যক্রম’-এর উদ্বোধন অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এ তথ্য জানান।
মেয়র জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে চারজন সহযোগীসহ একজন করে ফিজিওথেরাপিস্ট বিনামূল্যে এ সেবা দেবেন। সেই সঙ্গে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের প্রশিক্ষণও দেবেন তাঁরা।
মশা নিধনে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৩০ হাজার ওষুধ স্প্রে করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, চিকুনগুনিয়ার প্রকোপ কমে এসেছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত প্রায় ৯০০ জনকে বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ০৯৬১১০০০৯৯৯ এই নম্বরে ফোন করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা চিকুনগুনিয়া আক্রান্তদের বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি সেবা দিয়ে আসবেন ফিজিওথেরাপিস্টরা।
এর আগে গত ২০ জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাড়িতে বসেই চিকুনগুনিয়ার চিকিৎসাসেবা পাওয়ার ব্যবস্থা করে। ওপরের নম্বরটিতে ফোন করে ঠিকানা দিলে চিকিৎসক বাসায় গিয়ে বিনামূল্যে সেবা ও ওষুধ দিয়ে আসছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন