বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সম্পন্ন
ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বুধবার (৫ জুন) ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল পৌনে ১১টায়।
এদিকে, গতকাল সন্ধ্যা থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে দ্বিধায় ছিলেন জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির ফের বৈঠক শেষে ব্রিফিংয়ে আজ ঈদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাটে চাঁদ দেখা গেছে। এরপর তা যাচাই বাছাই করে শরীয়তের নিয়মানুযায়ী বুধবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন