বিআরটিএ’র প্রাপ্তি স্বীকার রশিদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয় কর্তৃক গত ১৭ জুলাই “বিআরটিএ সেবা সংক্রান্ত” জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবিরের স্বাক্ষরিত উক্ত বিজ্ঞপ্তিতে গত ১৮ ও ১৯ জুলাই দুস্কৃতিকারীদের হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ১৮ জুলাই হতে বিআরটিএ’র সকল সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
এ অবস্থায় , ড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়ন, মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, রুট পারমিট ইত্যাদি সেবা সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ কর্তৃক প্রদত্ত প্রাপ্তি স্বীকার রশিদ (Acknowledgement Slip) এর মেয়াদ ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে অথবা হবে, সেক্ষেত্রে সকল সেবার প্রাপ্তি স্বীকার রশিদের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর ‘২৪ পর্যন্ত বর্ধিত করা হলো মর্মে জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন