বিআরটিএ কার্যালয় ঘেরাও সিএনজি অটোরিকশা শ্রমিকদের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/brta-20171210132957.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ, রাজধানীর চালকদের নামে বরাদ্দকৃত ৫ হাজার ও চট্টগ্রামের চালকদের ৪ হাজার অটোরিকশা বিতরণসহ ৮ দফা দাবি আদায়ে বিআরটিএ কার্যালয় ঘেরাও করেছে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরে বিআরটিএ কার্যালয় ঘেরাও করে দুই শতাধিক সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিক। বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক বিআরটিএ কার্যালয় ঘেরাওয়ের খবরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়। বিআরটিএ কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।
পুলিশি বাধায় বিআরটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তারা লিখিত দাবি-দাওয়া পেশ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন