বিএনপির প্রতিবাদ সমাবেশ লোক-দেখানো: তথ্যমন্ত্রী

বিএনপির প্রতিবাদ সমাবেশ লোক-দেখানো উল্লেখ করে জাতিকে বিভ্রান্ত করতেই দলটি ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (০৬ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান দলের নেতাকর্মীদের।

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দলটি বিক্ষোভ সমাবেশ পালন করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী এসব বক্তব্য তুলে ধরেন।

এর একদিন আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি নেতারা আসলে সব বিষয়ে মতামত দিতে দিতে কোনটাতে কি বলবেন, খেই হারিয়ে ফেলেছেন।

এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, চল্লিশের দশকে যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত। অর্থাৎ দেখতে হবে, দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না। গত ১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় সাড়ে চারগুণ আর নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিনগুণ, মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধিও এমনই। তা ছাড়া ইউরোপ-আমেরিকার দেশগুলোর তুলনায় দেশে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি হার অনেক কম।