বিএনপির বর্ষিয়ান নেতা মুছার দ্বিতীয় জানাজা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল

যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মুছার দ্বিতীয় নামাজে জানাজা নেংগুড়াহাট মাদ্রসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় এই জানাজা অনুষ্ঠিত হয় এবং চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি জনাব সাবেরুল হক সাবু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ আসাদুজ্জামান মিন্টু সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, কেশবপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ হাজার হাজার সাধারণ মানুষ।
জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় শোক নেমে আসে। জানাজার আগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের জীবনি তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন