বিএনপির ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ০৪ নং কাচিয়া ইউনিয়ন (দক্ষিণ) শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোরহানউদ্দিন উপজেলা শাখার আহবায়ক মাফরুজা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোরহানউদ্দিন উপজেলা শাখার এড. কাজী মো. আজম।
নবনির্বাচিত কমিটিতে যাঁরা গুরুত্বপূর্ণ পদ পেলেন;
সভাপতি: আলহাজ্ব মোঃ শেখ সাদী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি: মোঃ হেলাল উদ্দিন মারুফ সহ-সভাপতি: মোঃ আলমগীর মুন্সী, সাধারণ সম্পাদক: মোঃ শাহীন হাওলাদার, যুগ্ম সম্পাদক আবদুর রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক: মোঃ জসিম উদ্দিন।
পূর্ণাঙ্গ কমিটি আগামী পাঁচ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য উপজেলা আহবায়ক কমিটির পক্ষ থেকে স্বাক্ষরিত পত্রে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন