বিএনপির মিডিয়া সেলের নতুন আহবায়ক মওদুদ হোসেন

বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলকে আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৫ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালের ২০ জুন বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। গঠিত ওই বিএনপির মিডিয়া সেলের সদস্য মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সেলের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মওদুদ হোসেন আলমগীর পাভেলকে এবার বিএনপির মিডিয়া সেলের আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।