বিএনপির সমাবেশের অনুমতি মেলেনি, বুধবার বিক্ষোভ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/bnp-l-20180328124519.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার অনুমতি না দেয়ায় আগামী বুধবার রাজধানীর থানায় থানায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি। সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সোমবারের সমাবেশের অনুমতি সরকার দেয়নি। আমরা রোববার রাত পর্যন্ত অপেক্ষা করেছি। পরে পুলিশ জানিয়ে দিয়েছে, কোথাও কোনো সমাবেশ করতে দেয়া হবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বুধবার ঢাকার প্রতিটি থানায় নেতাকর্মীরা বিক্ষোভ করবে।’
তিনি আরও বলেন, ‘সরকার জনআতঙ্কে ভুগছে। তারা জনগণ দেখলেই ভয় পায়। এজন্য বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমরা এই অগণতান্ত্রিক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন