বিএনপির সাথে গণতান্ত্রিক বাম ঐক্যের যৌথ আলোচনা সভা, আসছে নতুন কর্মসূচি
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএনপির আমন্ত্রণে ইকবাল মাহমুদ টুকুর বাসভবনে গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপির যৌথ আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
আলোচনায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপন।
গগণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।
আলোচনার বিষয় ছিলো বাংলাদেশের বর্তমান রাজনীতি ও অনির্বাচিত সরকারের অগণতান্ত্রিক কর্মসূচীর বিরুদ্ধে করণীয়। আলোচনায় গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপি যুগপৎ আন্দোলনে একমত পোষণ করেন এবং আগামী (১৯ ডিসেম্বর) সোমবার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন