বিএনপি এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় : আমিনুল হক

বিএনপি এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

এসময় তিনি বলেন, দেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিা করতে হবে। যে সরকার বাংলাদেশের জনগণের কাছে প্রত্যকটি কাজের জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবে।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর রূপনগর থানা বনাম ভাটারা থানার খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই। আমরা চাই বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবে।

নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী একটি মহল ষড়যন্ত্র করছে বলে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, দেশে যারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরকে হাতে নাতে ধরতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারন বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রকারীর স্হান হবে না। কোন স্বৈরাচারের স্হান হবে না।

ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে আমিনুল হক বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের সাধারণ মানুষকে নিয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ব।

খেলাধুলার প্রসঙ্গ টেনে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশ হবে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ। একটা ক্রীড়ামোদীর বাংলাদেশ। এরজন্য খেলাধুলাকে বাংলাদেশের প্রত্যকটি অঞ্চলের তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

এসময় তিনি আরও বলেন, একটি জাতিকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। সুস্থ জাতি গড়তে যুব ও তরুন সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে খেলাধুলার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মাহাবুব আলম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

রূপনগর থানা বনাম ভাটারা থানার মধ্যকার ম্যাচে ভাটারা থানা ২-০ গোলে রূপনগর থানাকে পরাজিত করে।