বিএনপি কারফিউ গণতন্ত্র চালু করেছিল
বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারকে হত্যা করেছিলো উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহু সেনা অফিসারকে হত্যা করে রক্ত স্রোতের ওপর দাঁড়িয়ে তারা কারফিউ গণতন্ত্র চালু করেছিলো।
শুক্রবার (৫ মে) সকালে কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ’তে পেশাজীবী চালকদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় বিআরটিএ ঢাকা জেলা সার্কেল আয়োজিত এ কর্মশালায় দেড় শতাধিক পেশাজীবী চালক অংশ নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তোতা পাখির মতো মিথ্যাচার করছেন দাবি করে সেতুমন্ত্রী বলেন, তারা গণতন্ত্র ও দুর্নীতির কথা বলেন। অথচ দুর্নীতির দায়ে তাদের রাজপুত্র ৯ বছর ধরে টেমস নদীর ধারে পালিয়ে আছেন।
বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন