বিএনপি ক্ষমতায় এলেই শুরু হয় উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি: কাজী আলাউদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেছেন, জাতীয়তাবাদী বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই এ দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার আনুলিয়ার শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে তিন লাখ টাকার “শহীদ জিয়া স্মৃতি চতুর্থ দুলীয় ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের ১৮ কোটি মানুষের আগামী দিনের স্বপ্নের মানুষ ধানের শীষের প্রতীক নিয়ে ৩০০ আসনে নির্বাচনের প্রতিযোগিতা করছেন। আমরা অবশ্যই তাঁকে সহযোগিতা করব। দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে আবারও উন্নয়ন ও উদ্ভাবনের রাজনীতি ফিরিয়ে আনবে।

কাজী আলাউদ্দিন বলেন, “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। বর্তমান যুবসমাজ মোবাইল গেমসে আসক্ত হয়ে যাচ্ছে। তাই এমন খেলার আয়োজনের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান গাজী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জেহায় ডাবলু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান রুহুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের নেতা আমিনুর রহমান মানুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।