বিএনপি ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উন্নয়ন করা হবে- ইলিয়াসপত্মী লুনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ধানের শীষের প্রার্থীদের বিজয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উন্নয়ন করা হবে।
বিএনপি উন্নয়নের রাজনীতি করে। আর তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফায় বাস্তবায়ন আগামীর সুন্দর ও দেশ গঠনের সব বিষয় তুলে ধরেছেন।
বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না, বরং সিলেট-২ আসনের সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হবে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়েই। তাই দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন সময়ে সিলেট-২ (বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর) আসনের ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু দুঃখের বিষয় তিনি যতগুলো সড়ক করে ছিলেন, সেগুলো গত ১৭ বছরেও কোনো সংস্কারও করা হয়নি।
তাই ইতি মধ্যে সবগুলো সড়কের তালিকা করে আমরা পাঠিয়েছি। সিলেটের এক্সচেঞ্জের সাথে আলাপ হয়েছে। গত সপ্তাহে বিশ্বনাথ উপজেলার ৬টি সড়ক ও ওসমানীনগর উপজেলার ৪টি সড়ক সংস্কারের জন্য অনুমোদন হয়েছে। বাকিগুলোও দ্রæত অনুমোদন হবে।
উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারদের মধ্যে শানুর আহমদ।
আব্দুর রুপ, গোলাম হোসেন, নজরুল ইসলাম আজাদ, তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, নূর মিয়া, তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, শামীম আহমদ ও সোনাবান বিবি সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রামপাশা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আফিজ আলী ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এসময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজাহান প্রমুখ’সহ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




