বিএনপি জামায়াতে মুরোদ কতটুকু আমাদের জানা আছে : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি শুধু ৩০ ঘণ্টা, ৪৮ ঘণ্টা আলটিমেটাম দেয়, তাদের মুরোদ কতটুকু আমাদের জানা আছে। বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সজাগ থাকতে হবে। যেখানে শেখ হাসিনা আছে, সেখানে কোনো পেশিশক্তি টিকবে না’।
শুক্রবার ( ১৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোনো অপশক্তি দমাতে পারবে না।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। নির্বাচনে কে এলো, কে এলো না সেটা জানার দরকার নেই। আগামী ২০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না।
গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, মিজানুর রহমান মিজু। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ করিব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন