বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ঠেকাতে কুড়িগ্রামে আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি
দেশব্যাপী বিএনপি-জামাত জোট কর্তৃক অগ্নিকান্ড, ভাংচুর নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে অবস্থিত দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মী দলে দলে অংশগ্রহণ করে।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন চিনু সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী করিম, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, শেখ বাবুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আনম ওবায়দুর রহমান প্রমূখ।
বক্তারা, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশব্যাপী বিএনপি-জামাত জোট যাতে অগ্নিকান্ড, ভাংচুর নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন