বিএনপি থেকে পদত্যাগ করলেন আসগর আলী লবি
বিএনপি থেকে পদত্যাগ করলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি। পদত্যাগ করার কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলেন। তিনি বলেন, শারীরিকভাবে তিনি অসুস্থ তাই রাজনীতির সাথে নেই।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) আলী আসগর লবি বলেন, গত ২৪ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।
এসময় সাবেক সংসদ সদস্য বলেন, আমি অসুস্থ ১০ বছর ধরে আমি রাজনীতিতে নেই। থাইরয়েড ক্যান্সারের অস্ত্রোপচার করিয়েছি। শারীরিকভাবে আমি অসুস্থ থাকায় রাজনীতির সঙ্গে নেই।
২০০১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেড়ে দেওয়া খুলনা-২ আসনে জিতে তিনি সংসদ সদস্য হন। ক্ষমতায় আসার পর আলী আসগর অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। সেই সময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল ‘হাওয়া ভবন’। লবি হাওয়া ভবনের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।
বিএনপি ছেড়ে অন্য কোথাও যোগদান করছেন কিনা জানতে চাইলে আসগর আলী জানান, আপাতত তিনি কোথাও যুক্ত হচ্ছেন না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন