বিএনপি দেশ গড়ার দল, ধান্দাবাজের নয়: মফিকুল হাসান তৃপ্তি
কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বাংলাদেশ যখনই কোনো ক্রান্তিকালে পড়েছে, তখনই জিয়া পরিবার মানুষের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। বিএনপি ধান্দাবাজের দল নয়, বাকশালের চরিত্রের দল নয়, ধর্ম বিক্রির দল নয়, চেতনা বিক্রির দল নয়। বিএনপি হলো দেশ গড়ার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল।
রোববার বিকেলে শার্শা উপজেলার গোগা দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা গত ১৭ বছর যেভাবে বিএনপির পাশে ছিলেন, বিএনপি সেই অবদান ভুলবে না। আগামী দিনে আপনাদের নিয়েই হবে ধানের শীষের বিজয়, বিএনপির বিজয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপি নেতা আরও বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছেন যারা রাজপথে ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন, এলাকায় সুনাম আছে এবং তৃণমূলের সঙ্গে যোগসূত্র বজায় রেখেছেন, মনোনয়ন তাদেরই দেওয়া হবে। তাই আশা করছি, আপনাদের পছন্দের প্রার্থীকেই দল মনোনয়ন দেবে। আর যার হাতে ধানের শীষ তুলে দেওয়া হবে, তাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করে তারেক রহমানকে শার্শা আসনটি উপহার দিতে হবে।
গোগা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক মশিয়ার রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন ও সাহাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সহসম্পাদক ওলিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




