বিএনপি নেতা আলালের বাসায় তল্লাশি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় বুধবার তল্লাশি চালিয়েছে পুলিশ।
বিকালে বনানীর ২/১ এর ৭ নম্বরের বাসায় দুই ঘন্টা ধরে পুলিশ তল্লাশি চালায় বলে জানিয়েছেন আলালের ব্যাক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হাওলাদার। তিনি জানান, তল্লাশির সময় মোয়াজ্জেম হোসেন আলালকে না পেয়ে তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এদিকে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন